পড়শি যদি আমায় ছুঁতো যম যাতনা সকল যেত দূরে: লালন সাঁই

পড়শি যদি আমায় ছুঁতো যম যাতনা সকল যেত দূরে: লালন সাঁই

hhhhhhhhhhhhhh

সিকান্দার লোদিকে শ্রদ্ধা জ্ঞাপন

  • 23 November, 2019
  • 0 Comment(s)
  • 1656 view(s)
  • লিখেছেন : সহমন
এ বছর ২১ নভেম্বর দিল্লীর তুঘলকাবাদে লোদি গার্ডেনসে সিকান্দার লোদির সমাধিস্থলে হাজির হয়ে তাঁকে শ্রদ্ধা জানালেন দেশের বিভিন্ন জায়গা থেকে আসা দলিত আন্দোলনের নেতাকর্মীরা। তাঁরা ধ্বনি তুলছিলেন, "সিকান্দার লোদি অমর রহে। জয় গুরুদেব। জয় ভীম।"
এ বছর ২১ নভেম্বর দিল্লীর তুঘলকাবাদে লোদি গার্ডেনসে সিকান্দার লোদির সমাধিস্থলে হাজির হয়ে তাঁকে শ্রদ্ধা জানালেন দেশের বিভিন্ন জায়গা থেকে আসা দলিত আন্দোলনের নেতাকর্মীরা। তাঁরা ধ্বনি তুলছিলেন, "সিকান্দার লোদি অমর রহে। জয় গুরুদেব। জয় ভীম।"

১৫১৭ সালে ২১ নভেম্বর দিল্লীর সুলতান সিকান্দার লোদি এন্তেকাল করেন তাঁর নিজের প্রতিষ্ঠিত শহর আগ্রায়। রাজধানী দিল্লীতে তাঁর মরদেহ কবরে শায়িত আছে আজও। ৫০২ বছর পর তাঁর সমাধির সামনে হাজির হয়ে তাঁকে শ্রদ্ধা জানানোর সাথে সাথে সমস্বরে উচ্চারিত হল মধ্য যুগের সমাজবিপ্লবী দলিত গুরু রবিদাস ও আধুনিক ভারতের স্বপ্নদ্রষ্টা ভীমরাও আম্বেদকরের নামে জয়ধ্বনী।

পুণের রবিদাস সম্প্রদায়ের নেতা সুখদেবজী ওয়াঘমারে বলেন, "পড়তে শিখে আমরা এখন আমাদের ইতিহাস জানতে পারছি। সরকার আমাদের কাছ থেকে যে জমি কেড়ে নিল সেই জমি সুলতান সিকান্দার লোদি আমাদের দান করেছিলেন। সেই সময় যখন আমাদের ওপর বিভৎস দুর্ব্যবহার চলত তখন তিনি আমাদের সম্মান দিয়েছিলেন, সন্ত রবিদাসকে গুরু হিসেবে মেনেছিলেন এবং এই জমি দিয়েছিলেন। তাই আমরা তাঁকে শ্রদ্ধা জানাই।" গত আগষ্ট মাসে দিল্লী উন্নয়ন পর্ষদ এই জমি কেড়ে নেয়, সেখানকার রবিদাস আশ্রম ভেঙে দেয়। অল ইন্ডিয়া আম্বেদকর মহাসভার চেয়ারম্যান অশোক ভারতী বলেন, "সুলতান মুসলমান ছিলেন, কিন্তু আমাদের জমি দিয়েছিলেন। আর এই সরকার আমাদের সবকিছু কেড়ে নিচ্ছে, আমাদের আশা আকাঙ্খা চুরমার করে দিচ্ছে।"

২১ নভেম্বরের এই জমায়েত ইতিহাসের হিন্দুত্ববাদী বয়ানকে চ্যালেঞ্জ জানিয়েছে। সঙ্ঘ-বিজেপি নিজেদের সাম্প্রদায়িক বিভাজনকামী রাজনীতির ছাঁচে ইতিহাসের সত্যকে ঢেলে সাজাতে চায়। ভারতীয় রাষ্ট্রচিন্তার ধারায় আধুনিকতার উন্মেষের নায়ক টিপু সুলতানের ইতিহাস মুছে দিতে টিপু উৎসব বন্ধ করে দিয়েছে কর্ণাটকের বিজেপি সরকার।

এদিনের জমায়েত থেকে দিল্লীর রবিদাস আশ্রমের জায়গা ফিরিয়ে দেওয়ার শ্লোগান ওঠে। আরও একধাপ এগিয়ে শ্লোগান ওঠে দলিত মুসলিম একতার। অশোক ভারতী বলেন, "সিকান্দার লোদি দলিত-মুসলিম ঐক্যের প্রতীক। আমাদের সম্প্রদায়ের সকলে তাঁকে শ্রদ্ধা করে। যে কোনও দলিত লোদি গার্ডেনে এলে একবার এই সুলতানের মাকবারার সামনে এসে মাথা নত করে শ্রদ্ধা জানিয়ে যাওয়া উচিৎ।"

সূত্র 'দ্যা স্ক্রল'

0 Comments

Post Comment