বিশ্বকাপের মুল পর্বের খেলা শুরু হয়ে গেছে। সারা পৃথিবীর মানুষ তাকিয়ে আছে কাতারের দিকে। কারা যাবে শেষ আটে, কারা যাবে শেষ চারে, সেই নিয়ে চলছে আলোচনা। তারই প্রাথমিক কিছু আলোচনা থাকলো সৌভিক ঘোষালের কলমে।
by সৌভিক ঘোষাল | 22 November, 2022 | 955 | Tags : FiFa world CUp 2022 Football Group League
এই ফুটবল মহোৎসবের মধ্যে, এত বৈভব, এত বর্ণাঢ্য আয়োজনের মধ্যে কোথাও যেন ধ্বনিত হচ্ছে পরিযায়ী শ্রমিকদের আর্ত চিৎকার। তাদের অধিকার লঙ্ঘন, তাদের জীবনের ঊপর দিয়ে কাতার সরকারের এই বিশ্বকাপ আয়োজন। বিশ্বকাপের আগেই যা সারা বিশ্বের সমালোচনার মুখে পড়েছিল। কাতার সরকার কিছুটা সংশোধন করলেও আইনের মূল পরিকাঠামো কিন্তু একই রয়ে গেছে। তাই গ্যালারীতে ফুটবলপ্রেমী মানুষের ফুটবল উন্মাদনার আওয়াজের মধ্যে যেন মিশে যাচ্ছে সেইসব পরিযায়ী শ্রমিকদের হাহাকার। একদিকে ইরানের খেলোয়াড়দের মানবিক প্রতিবাদ অন্যদিকে পরিযায়ী শ্রমিকদের যন্ত্রণাকাতর হাহাকার এ যেন মানবিকতা আর শোষণযন্ত্রের এক অদ্ভুত ঐতিহাসিক কোলাজ।
by দেবাশিস মজুমদার | 22 November, 2022 | 1107 | Tags : Fifa World Cup 2022 Iran Qatar Woman Life Freedom
বিশ্বকাপের ইতিহাস বলছে এর আগে একমাত্র একবারেই নিজেদের প্রথম ম্যাচে হেরেও বিশ্বকাপ জিতেছে এমন দেশ একটিই। ২০১০-এর বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে সুইজারল্যান্ডের কাছে ০-১ গোলে পরাজিত হয়েও বিশ্বকাপ জিতেছিল দেল বস্কির প্রশিক্ষণাধীন তিকিতাকা স্পেন। আর ১৯৯০-এর ইতালি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে রজার মিল্লার ক্যামেরুনের কাছে ০-১ গোলে হেরেও ফাইনালে পৌছে জার্মানির কাছে হেরে গিয়ে রানার্স হয়েছিল আর্জেন্টিনা। কিন্তু এবার কি তাই হবে?
by দেবাশিস মজুমদার | 22 November, 2022 | 1021 | Tags : Arjentina Maradona Saudi Arab Fifa World Cup 2022 Messi
আর্জেন্টিনা জিতলে ভাল লাগে। আর্জেন্টিনা হারলে ভালবাসা বেড়ে যায়। কী আজব সমীকরণ, আমি বুঝলাম না ব্যাপার! ফুটবল টেকনিক্যালিটিসের বাইরে গিয়েও ভালবাসার একটা নিজস্ব পৃথিবী আছে। সেখানে ছত্রিশ বছর, আঠাশ বছরের টিটকিরি নেই। স্বতন্ত্র ভাবে বেঁচে নিতে চাওয়া একটা দেশ আছে। ছেলেবেলা থেকে আজ অবধি নিজের মধ্যে গড়ে নেয়া ধারণারা আছে। যেখানে ঝুপ করে লুকিয়ে পড়া যায়। চাইলেই...
by অর্পণ গুপ্ত | 23 November, 2022 | 932 | Tags : Arjentina Fifa World Cup 2022 Messi Maradona
এ যেন একেবারে আর্জেন্টিনা-সৌদি আরব ম্যাচের রিপ্লে। ফলাফল স্কোরবোর্ডে হুবহু এক। জাপানের পক্ষে ২-১। মারাদোনার দেশের পর বেকেনবাওয়ারের দেশও ঠিক একইভাবে নিজেদের প্রথম ম্যাচে পরাজয়ের শিকার হল। জোয়াকিম লোর পর হ্যান্সি ফ্লিক জার্মানির কোচ হয়ে দলের খোলনলচে প্রায় পুরোটাই বদলে ফেলেছেন। কিন্তু এককালের ফিফা বিশ্বকাপের সবচেয়ে ধারাবাহিক দল গত বিশ্বকাপ থেকে যে ধারাবাহিকতার অভাবে ভুগছে তা যেন কাতারের মাটিতেও অব্যাহত।
by দেবাশিস মজুমদার | 23 November, 2022 | 936 | Tags : Germany Japan Fifa World Cup 2022 Football