যেয়ে দেখি সে এক মেলা। সকলেই আচেন। এদিকে বেশি ইংরেজি কম বাংলা জানা টুকটুকে ছেলেমেয়েরা ডিলান সায়েবের গান গাইচেন, ওদিকে বোরখা পরা মা জননীরা ইয়াব্বড় ফেস্টুন হাতে মিছিলে হাঁটতে তোয়ের হয়ে আচেন। এক বাবুকে দেখি বয়সে খানিক কুঁজো হয়ে পড়েচেন, এসেছেন জোয়ান মেয়ের হাত ধরে। মিছিলের ছবি হুতোমের চোখে।
by হুতোম প্যাঁচা | 24 December, 2019 | 2333 | Tags : NRC CAA Protests
এ মিছিল-এর বৈশিষ্ট্য ছিল বিভিন্নতার রং মেশানো বর্ণময়তা।এই যেমন ধরুন আপনি দু-কদম আগে গলা মেলাচ্ছিলেন ‘ইস সঙ্ঘিয়োঁ পে হল্লা বোল্”, এই বার তালে গোলে অম্বলে আপনি আপনার সাথীদের থেকে তেরছা মেরে ডান দিকে যদি বেঁকে যান, গুপী-বাঘার শিষ্যরা আপনাকে দিয়ে ‘ ও রে হাল্লা রাজার সেনা” গাইয়ে নেবে
আসামে ক্যাব বিরোধী আন্দোলন হচ্ছে সেটা কিন্তু বিজেপি বিরোধী হলেও তাতে উল্লসিত হওয়ার কিছু নেই, কারণ তাঁরা চাইছে আরও কঠিন ভাবে এনআরসি আনা হোক, যাতে আরও বেশী মানুষকে বাদ দেওয়া যায়, আরও বেশী মানুষকে রাষ্ট্রহীন করা যায়, আর রাস্ট্রহীন হলে সেই মানুষটিকে কম পয়সায় বা সেই অর্থে বিনা পয়সায় ক্রীতদাস বানানোর প্রক্রিয়ার নাম এই ক্যাব- এনআরসি।
সরকারের যদি সন্দেহ হয় আমরা অনেকেই এ দেশের নাগরিক নই, আমরা অনুপ্রবেশকারী, তা হলে নাগরিক কি না, তা প্রমাণ করার ভার সরকারই নিক, অসহযোগ আন্দোলন ছাড়া এ লড়াই জেতা যাবে না। এই মত উঠে এল NRC & CAB বিরোধী সভা থেকে
by সুমন সেনগুপ্ত | 10 December, 2019 | 2045 | Tags : human rights day NRC Citizenship Amendment Bill
ঠিক সাতবছরের মাথায় আরও অনেক ধর্ষণ পেরিয়ে , আসিফা পেরিয়ে, বিলকিস বানো পেরিয়ে, উন্নাও পেরিয়ে, ঘটল হায়দ্রাবাদের ধর্ষণের ঘটনা৷ অতঃপর মুসলমান ধর্ষকের নামটি নিয়ে হিন্দুত্ববাদীরা জলঘোলা করলেন৷ আর প্রতিবাদ করতে গিয়ে হিন্দুত্ববাদী নেতা-মন্ত্রীদের যৌন লালসার ফিরিস্তি দেওয়া হল। ধর্ষণ নিয়ে যে যার মতো রাজনীতি করলেন৷ গৌণ হয়ে গেল ধর্ষণ নামক যৌন অপরাধটি।
by শতাব্দী দাশ | 01 December, 2019 | 2611 | Tags : nirbhaya rape PriyankaReddy SujetJordon