এ হেন অরাজনৈতিক পার্টিজান তর্ক আসলে দক্ষিণপন্থী প্রবণতা। কথাটা যে সত্যি, বামপন্থীদের মধ্যেও যে দক্ষিণপন্থা ঢুকে পড়ছে, তার প্রমাণ কেরালা সরকারের পুলিশ আইনে নবতম সংশোধনী। ফেসবুক পোস্টের জন্য কারাবাস্ অথবা জরিমানা করার আইন যদি কোন বামপন্থী সরকার করে, তাহলে বিজেপির বিরুদ্ধে যারা, তাদের পায়ের তলার মাটি সরে যায়। অতএব কে কত বড় মার্কসবাদী, কে অতিবাম আর কে বুর্জোয়া দলে পরিণত হয়েছে --- সে তর্ক এখন থাক না। বামপন্থা মানুষের জন্য, মানুষ তো বামপন্থার জন্য নয়।
যদি ভারতে বামপন্থীরা সব ছেড়ে শুধু পরিবেশ আন্দোলনে গুরুত্ব আরোপ করতো, তাহলে এই আন্দোলনে আদিবাসী মূলবাসী মানুষের অধিকার রক্ষা, জল জমি জঙ্গল রক্ষা, অনিয়ন্ত্রিতভাবে পরমাণু গবেষণা, মহাকাশ গবেষণা, বিদ্যুতের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধ করে বিদ্যুতের উদ্বৃত্ত সৃষ্টি করা, এর মাধ্যমে নতুন নতুন বিদ্যুৎ উৎপাদন নিয়ন্ত্রণ করা । এগুলোর বিরুদ্ধে বামপন্থীরা একটা আন্দোলনের মধ্য দিয়ে প্রকৃত অর্থে সমগ্র মানবতার পক্ষে একটা গণ-আন্দোলনের জন্ম দিতে পারে।
by মালবিকা মিত্র | 25 July, 2024 | 899 | Tags : Left Movement Environment Movement
৯০ এর শুরুতে সোভিয়েতসহ পূর্ব ইউরোপে সমাজতান্ত্রিক দুনিয়ায় ধ্বস নামার পর আমরা প্রত্যেকে হতচকিত হতবাক হয়ে পড়েছিলাম, কেন এমন হলো! আমরা পূর্ব অনুমান ও পূর্ব সিদ্ধান্ত থেকে সমাজতন্ত্রের বিপর্যয়ের কারণ খুঁজতে চেয়েছি। অনিবার্যভাবেই খুঁজে খুঁজে দিশেহারা হয়েছি। সঠিক ধারণা পাইনি। তাই মনে হল, বরং নিজের জানা চেনা জগৎটাকে ব্যাখ্যা বিশ্লেষণ করে, সাত সাগরের পাড়ে সমাজতান্ত্রিক দুনিয়ার বিপর্যয়ের কারণ খোঁজ করা যাবে। অতএব আসুন শুরু করা যাক।
by মালবিকা মিত্র | 01 January, 1970 | 301 | Tags : Left Movement Worker Left Resurrection