এই পত্রিকাটি যাঁরা চালান, তাঁরা চেয়েছেন পত্রিকায় একটা কার্টুন বিভাগ থাকুক, কার্টুন বেরোক। বলেছেন তা নিয়ে দুচার কথা লিখে দিতে।
পত্রিকায় কার্টুন কেন থাকবে?
কার্টুন পত্রিকাতেই থাকে তাই। দৈনিক, মাসিক,সাপ্তাহিক যে সময়েই প্রকাশিত হোক, সংবাদপত্র, সাময়িক পত্র, রাজনৈতিক পত্রিকা, ছোটদের কাগজ, সিনেমার পত্রিকা, গল্পের কাগজ, খেলার পত্রিকা, খেলার কাগজ, মেয়েদের কাগজ, সব কিছুতেই কার্টুন বেরিয়েছে,বেরতেই পারে। এমনকি কার্টুন পত্রিকাও রয়েছে।
শুধু কবিতার পত্রিকায় কার্টুন দেখিনি।
এই কাগজটিতেও কার্টুন থাকুক। কাগজটি যা নিয়েই হোক না কেন, কার্টুন থাকতেই পারে, থাকুক।
পত্রিকার পাঠকেরা কার্টুন দেখবে কেন? দেখে কি হবে? একটা লেখা পড়ে যা হয়, কার্টুন দেখে, পড়েও তাই হতে পারে।
কার্টুনের মধ্যে দিয়ে জানা যায় রাজনীতি,অর্থনীতি, সমাজ, সংস্কৃতি, রাজ্যের, দেশের, পৃথিবীর।
লেখক যেমন, কার্টুন চিত্রকরও তেমন। কার্টুনচিত্রী কার্টুনের মধ্যে দিয়ে মতামত শোনায়,সমালোচনা জানায়, তর্ক বানায়, অবস্থা বোঝায়, দিকনির্দেশও করে।
একসময় বাংলা কার্টুনের রমরমা, এখন ভাঁটার টান। কার্টুনকে ক্ষমতারা ভয় পায়। কার্টুন চায় না। ক্ষমতারা তাই কার্টুন মুছে দিচ্ছে।
ক্ষমতা থাকলে ক্ষমতার বিরোধিতাও থাকে, বিরোধীরা থাকে।
কার্টুন থাকুক ক্ষমতাদের বিরোধিতায়।