১০ মার্চ ইলন মাস্ক মার্কিন নিউজ চ্যানেল ফক্স বিজনেস-এ ল্যারি কুডলোর সঙ্গে একটি সাক্ষাৎকারে অংশ নিয়ে তিনি তার ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি (DOGE)-এর কাজ নিয়ে কথা বলেন। সাক্ষাৎকারে মাস্ক বলেছেন যে তিনি মার্কিন সরকার থেকে "অপচয় এবং জালিয়াতি" দূর করার মিশনে রয়েছেন। তিনি দাবি করেছেন যে তার প্রচেষ্টা "ভালো অগ্রগতি" করছে। তিনি সরকারি ব্যয়ের মধ্যে এনটাইটেলমেন্ট প্রোগ্রামগুলোকে (যেমন সোশ্যাল সিকিউরিটি, মেডিকেয়ার) বড় লক্ষ্য হিসেবে চিহ্নিত করেছেন, যেখানে তিনি ৫০০ থেকে ৭০০ বিলিয়ন ডলারের অপচয় কমানোর কথা বলেছেন। তিনি আরও বলেছেন যে এই প্রোগ্রামগুলোতে প্রচুর জালিয়াতি রয়েছে, যেমন জাল সোশ্যাল সিকিউরিটি নম্বর ব্যবহার করে সুবিধা নেওয়া হচ্ছে। তবে, তার এই দাবিগুলো পুরোপুরি প্রমাণিত নয় এবং অনেক সমালোচক এটিকে অতিরঞ্জিত বলে মনে করেন।১৭-মিনিটের এই সাক্ষাৎকারের অংশবিশেষ মাইক্রোব্লগিং সাইট এক্স (পূর্বের টুইটার)-এ সম্প্রচারিত হয়েছিল। তবে, প্রযুক্তিগত সমস্যার কারণে সাক্ষাৎকারটি নির্ধারিত সময়ের চেয়ে ৪০ মিনিট পরে শুরু হয়। ইলন মাস্ক এই বিলম্বের জন্য সাইবার আক্রমণকে দায়ী করেছিলেন, যদিও তিনি কোনো প্রমাণ উপস্থাপন করেননি।ইলন মাস্ক সাম্প্রতিক সময়ে মার্কিন রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ আলোচনার বিষয়বস্তু হয়ে উঠেছেন। তার দীর্ঘ সাক্ষাৎকারের মধ্যে একটি নির্দিষ্ট ধাঁচ লক্ষ্য করা যায়, যেখানে তিনি নিজেকে শুধু একজন প্রযুক্তিবিদ হিসেবে উপস্থাপন করেন।মাস্কের এই পদক্ষেপ ওয়াশিংটনের বাইরেও ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। তিনি বলেন, "আমি শুধু চাই না যে আমেরিকা দেউলিয়া হয়ে যাক।" কিন্তু যখন ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে প্রশ্ন তোলা হয়, তখন তিনি বলেন যে তথাকথিত "গভর্নমেন্ট এফিসিয়েন্সি ডিপার্টমেন্ট" (ডোজ) আগামী এক বছর টিকে থাকবে। তার মতে, সরকারি ব্যয়ের বড় অংশই বিভিন্ন ভাতাভোগীদের জন্য নির্ধারিত, এবং এই বিষয়টাকেই মূলত দূর করতে হবে।তার এই মন্তব্যের পর ডেমোক্র্যাটরা কঠোর প্রতিক্রিয়া দেখায়। মার্কিন প্রতিনিধি পরিষদের সংখ্যালঘু নেতা হাকিম জেফরিস বলেছেন, "গড় সামাজিক নিরাপত্তা ভাতাভোগী প্রতিদিন মাত্র ৬৫ ডলার পান, অথচ মাস্ক সরকারি চুক্তির মাধ্যমে প্রতিদিন কমপক্ষে ৮ মিলিয়ন ডলার উপার্জন করেন। যদি অপচয়, জালিয়াতি বা অপব্যবহার দূর করতে চান, তাহলে এখান থেকেই শুরু করুন।" ডেমোক্র্যাট কৌশলবিদ জেসি ফার্গুসন বলেন, "আমেরিকায় কোথাও রোগ গবেষণায় কাটছাঁট করা, মেডিকেয়ার বন্ধ করা এবং সামাজিক নিরাপত্তা বন্ধ করা জনপ্রিয় নয়। মাস্কের ভূমিকা ট্রাম্পের জন্য একটি বোঝা হয়ে উঠতে পারে।" যদিও মাস্কের অবস্থান নিয়ে বিতর্ক রয়েছে, তবে ট্রাম্প তাকে সমর্থন করে যাচ্ছেন। মাস্ক ট্রাম্পকে হোয়াইট হাউসে ফিরিয়ে আনতে প্রায় ৩০০ মিলিয়ন ডলার ব্যয় করেছেন। ট্রাম্প মাস্ককে "দেশপ্রেমিক" বলে প্রশংসা করেছেন এবং তার বৈদ্যুতিক গাড়ির কোম্পানির প্রচারের জন্য হোয়াইট হাউসে টেসলার গাড়ি প্রদর্শন করেছেন।তবে মাস্কের ব্যয় সংকোচন পরিকল্পনা এখন ডেমোক্র্যাটদের প্রচারাভিযানের কেন্দ্রে চলে এসেছে। দেশব্যাপী "কেউ মাস্ককে নির্বাচিত করেনি" স্লোগান দিয়ে বিক্ষোভ চলছে। ভারমন্টের সিনেটর বার্নি স্যান্ডার্স বলেছেন, "মাস্কের রাজনৈতিক প্রভাব আমেরিকার গণতন্ত্রের জন্য সবচেয়ে বড় হুমকি।"
সাম্প্রতিক জনমতে দেখা গেছে, মাস্কের জনপ্রিয়তা মাত্র ৩৫%, যা প্রেসিডেন্ট ট্রাম্পের চেয়ে ১০ শতাংশ কম। এমনকি ভাইস-প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের চেয়েও তিনি বেশি অজনপ্রিয়। জনগণের মধ্যে মাস্কের "ডোজ" কর্মসূচি সম্পর্কে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। ২০% বলেছেন, তারা বা তাদের পরিচিত কেউ কোনো ফেডারেল পরিষেবা হারিয়েছে। ১৯% বলেছেন, তারা বা তাদের পরিচিত কেউ ফেডারেল অনুদানের সুযোগ হারিয়েছে। ১৭% বলেছেন, তারা বা তাদের পরিচিত কেউ ফেডারেল চাকরি হারিয়েছে। মাস্ক সামাজিক নিরাপত্তাকে "সবচেয়ে বড় পঞ্জি স্কিম" বলে অভিহিত করেছেন এবং ভুল তথ্য ছড়িয়েছেন যে মৃত শতবর্ষীরা এখনো সামাজিক নিরাপত্তার সুবিধা পাচ্ছেন। তবে, সরকারি কর্তৃপক্ষ এই দাবিগুলো নাকচ করেছে। রিপাবলিকানরাও মাস্কের বক্তব্যের ব্যাখ্যা দিতে ব্যস্ত হয়ে পড়েছেন এবং বলেছেন যে সামাজিক নিরাপত্তা, মেডিকেয়ার বন্ধের কোনো পরিকল্পনা নেই। মাস্কের রাজনৈতিক সম্পৃক্ততা বাড়ার সঙ্গে সঙ্গে টেসলা ও তার ব্যবসা প্রতিষ্ঠানগুলোর ওপর হামলার ঘটনা বেড়েছে। ট্রাম্পের শপথ গ্রহণের দিন ওরেগনের একটি টেসলা শোরুমে বোমা হামলার ঘটনা ঘটে। এছাড়াও, নিউ ইয়র্ক থেকে নিউ মেক্সিকো পর্যন্ত বিভিন্ন টেসলা স্থাপনায় নাৎসি প্রতীক অঙ্কন করা হয়েছে এবং কমপক্ষে ৫০টিরও বেশি টেসলা গাড়ির চাকা চুরি হয়েছে।অনলাইনে মাস্ক-বিরোধী মনোভাব বেড়ে চলেছে। অনেক টেসলা-মালিক তাদের গাড়ির সামনের লোগো পরিবর্তন করে অন্য কোম্পানির লোগোর মতো বানাচ্ছেন বা কম দামে গাড়ি বিক্রি করছেন।ইলন মাস্কের রাজনৈতিক সম্পৃক্ততা তাকে বিতর্কের কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে। সামাজিক নিরাপত্তা ও অন্যান্য সরকারি ব্যয় কমানোর প্রচেষ্টার কারণে তিনি ব্যাপক সমালোচনার সম্মুখীন হয়েছেন। ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র হওয়ার কারণে মাস্কের কর্মকাণ্ড রিপাবলিকান ও ডেমোক্র্যাট উভয়ের মধ্যেই আলোচনার বিষয় হয়ে উঠেছে। ফলে তার ব্যবসা ও ব্যক্তিগত জনপ্রিয়তা মারাত্মক চ্যালেঞ্জের মুখে পড়েছে, যা ভবিষ্যতে তার রাজনৈতিক ও ব্যবসায়িক অবস্থান কে প্রভাবিত করতে পারে।
কিন্তু মাস্কের প্রভাব রিপাবলিকানদের মধ্যেও আতঙ্ক সৃষ্টি করছে। জানা গেছে, প্রতিনিধি পরিষদের রিপাবলিকানদের জনসম্মুখে টাউন হল সভা করতে নিষেধ করা হয়েছে, কারণ মাস্কের কর্মকাণ্ড নিয়ে ক্ষুব্ধ জনগণ তাদের তীব্র প্রতিবাদের মুখে ফেলছে। এমনকি ট্রাম্পও মাস্ককে সংযত করতে ইঙ্গিত দিয়েছেন। তিনি সামাজিক মাধ্যমে লিখেছেন, “আমরা ‘হ্যাচেট’ ( কুড়ুল) নয়, ‘স্ক্যাল্পেল’ (শল্য চিকিৎসায় ব্যবহৃত সূক্ষ্ম ছুরি) ব্যবহার করব।” ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণ দিবসের ভোরে, এক ব্যক্তি কালো চাদর ও মুখোশ পরে একটি ট্রলি ঠেলে ওরেগনের রাস্তায় চলছিল। তার গন্তব্য ছিল সেলেমের একটি টেসলা শোরুম, এবং তার ট্রলিতে সম্ভবত মলোটভ ককটেল ভর্তি ছিল। একের পর এক, সে হাতে তৈরি বিস্ফোরক বের করে, তাতে আগুন লাগিয়ে কাঁচের দেয়াল বিশিষ্ট শোরুম এর দিকে ছুড়ে মেরেছিলো । পুলিশ পৌঁছানোর আগেই, শোরুমের জানালা ভেঙে পড়ে, ফুটপাথে আগুন জ্বলছিল, একটি নিকটস্থ টেসলা গাড়ি দাউ দাউ করে জ্বলছিল, আর সন্দেহভাজন হামলাকারী ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। মার্কিন নিয়ন্ত্রক সংস্থা, অ্যালকোহল, তামাক, আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক ব্যুরোর (এটিএফ) এক বিশেষ এজেন্টের হলফনামা অনুযায়ী, এই পুরো ঘটনাটি নিরাপত্তা ক্যামেরায় ধরা পড়ে। শোরুমের জেনারেল ম্যানেজার ক্ষতির পরিমাণ আনুমানিক ৫,০০,০০০ ডলার বলে উল্লেখ করেন, যেখানে সাতটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয় এবং একটি সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। ট্রাম্পের ক্ষমতা গ্রহণের পর থেকে টেসলার ডিলারশিপ, গাড়ি ও চার্জিং স্টেশনগুলোর ওপর এমন ডজনখানেক হামলার ঘটনা ঘটেছে। অনেক ক্ষেত্রেই স্পষ্ট বার্তাসহ প্রতিবাদ করা হয়েছে টেসলার সিইও ইলন মাস্কের বিরুদ্ধে। হাজারো মানুষ মার্কিন যুক্তরাষ্ট্রজুড়ে শহর ও ছোট শহরগুলোর টেসলা শোরুমে শান্তিপূর্ণ বিক্ষোভে অংশ নিয়েছে।তবে শুধু মার্কিন যুক্তরাষ্ট্রেই নয়, এসব প্রতিবাদ আটলান্টিক পেরিয়েও ছড়িয়েছে; ব্রিটেন ও জার্মানিতেও বিক্ষোভ হয়েছে। প্রতিবাদ যত বেড়েছে, টেসলার শোরুম ও গাড়িগুলোর ওপর ভাঙচুরের ঘটনাও তত বৃদ্ধি পেয়েছে। দ্য গার্ডিয়ান-এর তথ্য অনুযায়ী, কমপক্ষে তিনটি পৃথক ঘটনায় মলোটভ ককটেল ব্যবহার করা হয়েছে, সমন্বিতভাবে ৫০টিরও বেশি টেসলা গাড়ির চাকা চুরি করা হয়েছে এবং নিউ ইয়র্ক থেকে নিউ মেক্সিকো পর্যন্ত বিভিন্ন টেসলা স্থাপনায় নাৎসি প্রতীক অঙ্কন করা হয়েছে। অন্তত ২০টি টেসলা শোরুম ও চার্জিং স্টেশনে আগুন লাগানো হয়েছে, আর অনেক টেসলা গাড়িতে ডিম বা অন্যান্য বস্তু নিক্ষেপ করা হয়েছে। টেসলা গাড়িগুলো অন্তত পাঁচটি দেশে হামলার লক্ষ্যবস্তু হয়েছে। ফ্রান্সের তুলুজ শহরে একটি শোরুমে এক ডজনের বেশি গাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে। নেদারল্যান্ডসে আরেকটি শোরুমে গ্রাফিতি করে লেখা হয়েছে— “ফ্যাসিস্ট, দূর হও” এবং মাস্ককে নাৎসি বলে সম্বোধন করা হয়েছে। এমনকি তাসমানিয়াতেও একজন ব্যক্তি একটি ডিলারশিপের জানালায় লিখেছিল, “তুমি কি সত্যিই স্বস্তিকা-মোবাইল চালাতে চাও?” মাস্ক বা টেসলা এসব ঘটনার বিষয়ে কোনো মন্তব্য করেনি। তবে, ম্যাসাচুসেটসে টেসলা ভাঙচুরের এক পুলিশ প্রতিবেদনের প্রতিক্রিয়ায় মাস্ক এক্স-এ লিখেছিলেন, “অন্যের সম্পত্তি নষ্ট করা, অর্থাৎ ভাঙচুর, মুক্ত বাকস্বাধীনতা নয়!” তিনি আরও এক সাক্ষাৎকারের ভিডিও শেয়ার করেন, যেখানে অহিংস Tesla Takedown আন্দোলনের সংগঠক ভ্যালেরি কস্তাকে দেখা যায়, এবং তাকে “অপরাধী” বলে অভিযুক্ত করেন। অনলাইনে টেসলা-মালিকদের কমিউনিটিগুলোতে এখন গাড়ির সঙ্গে মাস্কের সম্পৃক্ততা নিয়ে দুশ্চিন্তা ও করণীয় বিষয়ে আলোচনা চলছে। গত মাসে Tesla Motors Club ফোরামে “টেসলা-বিরোধী মনোভাব মোকাবেলা” নিয়ে শুরু হওয়া একটি থ্রেড ৪০০-র বেশি মন্তব্য পাওয়ার পর বন্ধ করে দেওয়া হয়। এখন অনলাইনে পাওয়া যাচ্ছে স্টিকার, যেখানে লেখা— “আমি এটা কিনেছিলাম, যখন ইলন পাগল হয়নি।” অনেকে তাদের টেসলা গাড়ির সামনের লোগো পাল্টে হোন্ডা বা টয়োটার মতো দেখতে বানানোর চেষ্টা করছেন। এমনকি কিছু মালিক তাদের গাড়ি কম দামে বিক্রি করে টেসলার সঙ্গে জড়িত থাকাকে এড়িয়ে চলতে চাইছেন।
বাইরের আক্রমণের পাশাপাশি টেসলার অন্দরমহল থেকেও আক্রমণ শানানো হচ্ছে ইলন মাস্কের বিরুদ্ধে। টেসলায় একজন প্রাথমিক বিনিয়োগকারী রস গারবার বলেছেন যে ইলন মাস্ক যদি মার্কিন যুক্তরাষ্ট্র সরকারের ব্যয় কমানোর কাজে মনোযোগী থাকেন, তাহলে তাকে কোম্পানির সিইও পদ থেকে সরে দাঁড়ানো উচিত।তিনি স্কাই নিউজকে বলেছেন যে,র মাস্ক তার মনোযোগ হারিয়েছেন এবং এখন তিনি খুব "বিতর্কিত" হয়ে উঠেছেন, বিশেষ করে সরকারের দক্ষতা বৃদ্ধির দপ্তর পরিচালনার কারণে। ফেডারেল সংস্থাগুলির খরচ কমানোর জন্য মাস্কের উদ্যোগ ব্যাপক ক্ষোভ ও প্রতিবাদের সৃষ্টি করেছে, যেখানে টেসলা মালিকদের তাদের গাড়ি বিক্রি করার আহ্বান জানানো হয়েছে।গারবার স্কাই নিউজকে বলেন, "আমি মনে করি টেসলার একটি নতুন সিইও দরকার, এবং আজ আমি প্রথমবারের মতো এ কথা বলার সিদ্ধান্ত নিয়েছি।অন্য কেউ টেসলা কে চালানোর সময় এসেছে। ব্যবসাটি অনেকদিন ধরে অবহেলিত রয়েছে। টেসলা এখন অনেক গুরুত্বপূর্ণ কাজ করছে, তাই হয় মাস্ককে টেসলায় ফিরে এসে সিইও হিসেবে দায়িত্ব নিতে হবে এবং তার অন্যান্য কাজ ত্যাগ করতে হবে, অথবা তিনি সরকার নিয়ে কাজ চালিয়ে যাবেন এবং টেসলার জন্য উপযুক্ত একজন সিইও খুঁজবেন।" এই বিনিয়োগকারী বলেছেন যে কোম্পানিটি সংকটের মধ্যে রয়েছে এবং গত কয়েক মাসে তিনি উল্লেখযোগ্য পরিমাণ শেয়ার বিক্রি করেছেন। ডিসেম্বর থেকে এর বাজারমূল্য ৮০০ বিলিয়ন ডলারের বেশি কমেছে, এবং ১৮ মার্চ শেয়ারবাজারে এটি আরও ৪ শতাংশ হ্রাস পেয়েছে। পশ্চিমা বাজারে বৈদ্যুতিক গাড়ির চাহিদা সর্বোচ্চ সীমায় পৌঁছে গেছে, যেখানে সস্তা চীনা বিকল্পগুলোর প্রতিযোগিতা বাড়ছে। বিনিয়োগকারীদের উদ্বেগ আরও বেড়েছে, বিশেষ করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চলমান বাণিজ্য যুদ্ধের কারণে ব্যয় বৃদ্ধির সম্ভাবনা থাকায়। গারবারের মতে, ২০২২ সালে টুইটার কেনার পর থেকে মাস্ক অতিরিক্ত কাজের চাপে পড়েছেন, এবং ট্রাম্পের সঙ্গে তার সম্পর্ক ও সামাজিক যোগাযোগমাধ্যমে তার পোস্ট কোম্পানির প্রতি নেতিবাচক মনোযোগ এনেছে।গারবার বলেন, "ইলন মাস্কের কারণে কোম্পানির সুনাম ধ্বংস হয়ে গেছে। বিক্রি কমে যাচ্ছে, তাই এটা সত্যিই এক সংকট। বাজারে সেরা পণ্য থাকা সত্ত্বেও আপনি এটি বিক্রি করতে পারছেন না, কারণ সিইও এতটাই বিতর্কিত।" ব্রিটিশ পত্রিকা 'দ্য গার্ডিয়ান' বলেছে, এই পরিস্থিতির মধ্যেই কোম্পানির অন্যতম বড় সমর্থক বলেছেন যে মাস্ককে তার সরকারি কাজ কমাতে হবে, যাতে কোম্পানির ক্ষতি সীমিত করা যায়, কারণ এটি এখন "ব্র্যান্ড টর্নেডো সংকট মুহূর্তে" রয়েছে। আর্থিক প্রতিষ্ঠান ওয়েডবুশের ব্যবস্থাপনা পরিচালক ড্যান আইভস, যিনি নিজেকে টেসলার "প্রধান সমর্থক" বলে দাবি করেন, বিনিয়োগকারীদের উদ্দেশ্যে লিখেছেন যে "আমাদের প্রাথমিক সমীক্ষার ভিত্তিতে ব্র্যান্ডের ক্ষতি সীমিত ছিল বলে মনে হয়েছিল ... কিন্তু এখন এটি বৈশ্বিকভাবে ছড়িয়ে পড়েছে, যা আমরা 'ব্র্যান্ড টর্নেডো সংকট মুহূর্ত' হিসেবে ব্যাখ্যা করছি।" ২০ মার্চ, টেসলা ঘোষণা করেছে যে ৪৬,০০০ সাইবারট্রাক ফিরিয়ে নেওয়া হচ্ছে, কারণ চলার সময় একটি প্যানেল খুলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এরই মধ্যে, মার্চ প্রতিবাদকারীরা জানিয়েছেন যে তারা টেসলার ৫০০ শোরুম এর সামনে ২৯ মার্চ বিক্ষোভের পরিকল্পনা করেছে । নিরাপত্তা উদ্বেগের কারণে ভ্যাঙ্কুভার ইন্টারন্যাশনাল অটো শো টেসলা কে ইভেন্ট থেকে বাদ দিয়েছে।শো-এর নির্বাহী পরিচালক এরিক নিকল এক বিবৃতিতে জানিয়েছেন, "টেসলাকে ইভেন্ট থেকে স্বেচ্ছায় সরে যাওয়ার জন্য একাধিক সুযোগ দেওয়া হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত নিরাপত্তার স্বার্থে তাদের অংশগ্রহণ নিষিদ্ধ করা হয়েছে।"