আই সি ডি এস-এর মাধ্যমে শিশুদের জন্য বরাদ্দ অর্থের অপব্যবহার, নিম্নমানের খাদ্যসামগ্রী সরবরাহ এবং ‘লিকেজ ’-এর কারণে প্রকৃত সুবিধাভোগীদের কাছে পুষ্টি পৌঁছায় না। এনএফএসএ-এর অধীনে ভর্তুকিযুক্ত খাদ্যশস্য কালোবাজারে বিক্রি বা ওজনে কম দেওয়ার মতো ঘটনা খাদ্য সুরক্ষার চেষ্টাকে ক্ষতিগ্রস্ত করে। এই দুর্নীতি স্বাস্থ্য এবং খাদ্য সুরক্ষার ব্যবস্থাকে এমনভাবে দুর্বল করে যে, অপুষ্টির চক্র ভাঙা অসম্ভব হয়ে ওঠে, আর ভারত ক্ষুধা সূচকে নামতেই থাকে।
by দেবাশিস মিথিয়া | 01 January, 1970 | 201 | Tags : Hunger Index GRowth GDP Narendra Modi