ইন্দিরা জমানার জরুরী অবস্থা কালে অনেক সাংবাদিককে জেলে পাঠানো হলেও তাঁদের বিরুদ্ধে দেশদ্রোহের অভিযোগ প্রবীণরা মনে করতে পারছেন না। বস্তূত মোদি- শাহ- আদানি-আম্বানিদের রাজত্বে দীর্ঘতর অঘোষিত জরুরি অবস্থা চলছে। এই মুহূর্তে পরঞ্জয়ের মতো প্রবীণ ও মনপ্রিতের মতো তরুণ সাংবাদিকদের পাশে দাঁড়ানো নাগরিক হিসেবে আমাদের কর্তব্য। স্বাধীনচেতা সাংবাদিকরা আজ বিপন্ন। লিখলেন প্রবীণ সাংবাদিক বিশ্বজিৎ রায়।
by বিশ্বজিৎ রায় | 03 February, 2021 | 1664 | Tags : Undeclared Emergency Mandeep Punia Twitter Hypocrisy Independent Journalism Ravish Kumar
ইন্দিরা গান্ধীর 'জরুরি অবস্হা' সমর্থন করে চিঠি দিলেন তৎকালীন সঙ্ঘপ্রধান দেওরাস। আজকের অঘোষিত জরুরি অবস্হায় ও সেদিনের রাজনীতিতে আরএসএসের 'গণতান্ত্রিক-বহুস্বর'-বিরোধী অবস্হান স্পষ্ট। যেখানে, মিডিয়া-নিয়ন্ত্রণ একটি পুরোনো ঐতিহ্য ছাড়া কিছু নয়। প্রতিবছর নিয়ম করে, জরুরি অবস্থার সমালোচনা করলেও, বিজেপি-আরএসএস আসলে ইন্দিরার গান্ধীর সংবাদ মাধ্যমের কণ্ঠরোধের নীতিকেই সমর্থন করে।
by সুমিত দাস | 06 October, 2023 | 987 | Tags : NewsClick UAPA Undeclared Emergency Media Control
যাকে যেভাবে থামানো যায়! পুঁজির মালিক বদল, পলিসি বদল করে প্রশ্ন করা সাংবাদিকদের ওপর কোপ৷ এলো বিকল্প মাধ্যম। প্রশ্ন চলল। এরপর? বিকল্প গণমাধ্যমের কর্মীদেরও নাজেহাল করার প্রক্রিয়া শুরু। বাইরে, - জরুরি অবস্হা-বিরোধী বিজেপি-আরএসএসের এই আক্রমণের সামনে সাংবাদিকতার দায় আছে। ঐতিহাসিক দায়। কারণ, গণতন্ত্রের ইতিহাস - সাংবাদিকের, সংবাদমাধ্যমের। কথপোকথন : পরঞ্জয় গুহঠাকুরতা ও সুমিত দাস।
by সুমিত দাস | 09 October, 2023 | 1320 | Tags : NewsClick Paranjay Guha Thakurta Journalism Democracy Undeclared Emergency