সুপারম্যান:.. গেস্তাপোরা গাইছে যেন জয় হানুকার সুরে!
ব্যাটম্যান: কী?
সুপারম্যান: তুই কিনা ভর বিকেলবেলায় রাস্তাঘাটের ট্যুরে? তাই ভাবছিলাম...ভাই, শরীর টরির ভালো তো! না মানে চারপাশে এতো আলো তো...
ব্যাটম্যান: তোর এখানে কী চাই আবার? যা না, গিয়ে ওড় না!
সুপারম্যান: এটা হাইলপুরের মোড় না?
ব্যাটম্যান: হ্যাঁ। কিন্তু তুই করিস কী? আর হাঁটছিসই বা কেন?
সুপারম্যান: আমার কি আর বাইক আছে? হাঁটব না তো কী? একটা ওপেন মাইক আছে, তাই তো এসেছি।
ব্যাটম্যান: ওহ… চ তাইলে একসঙ্গেই যাই...
সুপারম্যান: তুইও?
ব্যাটম্যান: হ্যাঁ... জোক বললে লোকরা কেন খেপছে সেটা দেখতে হবে তাই...
সুপারম্যান: ওহ! আমি ওসব না, আমি তো পারফর্ম করব ভাই!
ব্যাটম্যান: তুই বলবি জোক?
সুপারম্যান: অবাক হওয়ার হলোটা কী? আদ্দমড়া বাদুড়বেশি লোক!
ব্যাটম্যান: না মানে তুই তো আবার ভীষণ মেলো টাইপ! হে জোছনা আগুন জ্বালো, এই হাতে হাত রাখো....
সুপারম্যান: আলফ্রেডকে ভাবছি জিজ্ঞাসা করব..."বাবা কেন চাকর..."
ব্যাটম্যান: আবার তুই....
সুপারম্যান: আচ্ছা আচ্ছা কাঁদিসনে ভাই, আর আলফ্রেড তুলব না! মাইরি বলছি, ভুলব না!
ব্যাটম্যান: বেশ! তা হঠাৎ এমন কমিক সাজার উইশ?
সুপারম্যান: প্রথমত আমি এলিয়ান, দ্বিতীয়ত আমার ধর্ম নেই, তৃতীয়ত আমি শক্তিশালী আর শেষ পর্যন্ত পৃথিবী আমার দেশ না...
ব্যাটম্যান: সেটা কোনো কেস না! হুড়কো ঠিকই দেবে কাকার হুড়কো দেওয়ার হলে!
সুপারম্যান: সেটাই তো ভাই দেখার আমায় কোন গ্রাউন্ডে তোলে!
ব্যাটম্যান: তা কেমন কেমন জোক ওখানে করবি বলে ভাবছিস?
সুপারম্যান: হাতি চিটি, সান্তাবান্তা, দেশ, গরমেন্ট, পাবজি...
ব্যাটম্যান: ওহ! উঠতে চেয়েই করলি মনস্থির!
সুপারম্যান: এই সময়ে জোক না বলে থমকে যদি যাই, কিসের আমি বীর! কিসের সুপারহিরো! দেখলি ওকে তোলার পরও নেই কোনো ভয়ডর!
ব্যাটম্যান: Leaving বলে আবার গেলো স্টেজেতে তারপর! একেই বলে জোশ!
সুপারম্যান: ভয় দেখাবি কী রে? হিরো বলেছে - খামোশ!
ব্যাটম্যান: সত্যি বাবা! অন্ধগুলোর হঠাৎ কী যে হলো...জোক মানে তো জোক তার আবার অফেন্স কী রে বলদ!
সুপারম্যান: অফেন্স কী আর নিচ্ছে ওরা নিজে, এসব অফেন্স বুঝেশুনে প্লট করেছে মাথায়...
ব্যাটম্যান: নইলে কী আর কল্কা ওঠে, ফ্যাসিজমের কাঁথায়...সেটাই দেখার, আর কতদিন সহ্য করে লোকে!
সুপারম্যান: কত বড় ভোঁদাই হলে, না হেসে এক জোকে, ব্যাটা মারধোরে যায়...থানাতে যায়...
ব্যাটম্যান: ফ্যাসিস্ট বুড়োর ব্রেণের নলেজ শাণাতে যায়!
সুপারম্যান: আবার ওরাই নাকি ঠিক বলছে এসব বলে মানাতে যায়!
শক্তিমান: আরে! ব্যাটদা! সুপারদা! কী ভাগ্য, এই পাড়াতে? তবে!
ব্যাটম্যান: এই! তোর ড্রেস তো লাল ছিলো ফের সবুজ ছিল...
সুপারম্যান: অরেঞ্জ হলো কবে!
শক্তিমান: সবকিছু তো বোঝোই দাদা, করে তো খেতে হবে!
ব্যাটম্যান: তুই না এই ক'দিন আগে মায়ের মাটি ছাড়ছিলিস না?
সুপারম্যান: এখন কী হলো? দলে থেকে কাজ করতে পারছিলিস না?
শক্তিমান: যাহ! কী সে বলো! এদিকে কোথায়? চলো চলো৷
ব্যাটম্যান: কোথায় যাব?
শক্তিমান: আরে কিছু পেছনপাকা দলে, জোকের নামে যাতা কথা বলে! হিংসা ছড়ায়, বুঝলে দাদা, হিংসা ছড়ায়! আজকে শালা বানিয়ে দেবে ভর্তা! আমি আর কিছু কারিওকর্তা! ওখানেই যাচ্ছি। যাবে?
সুপারম্যান: ভর্তা! কারিয়াকর্তা, এ কোন দেশের বাংলা!
শক্তিমান: দেশের ভাষা একটাই দাদা, একাত্র হিন্দী! বাংলা মানে শুধু এই টেগোর...
ব্যাটম্যান:আমরা আসছি। তুই এগো...
সুপারম্যান: দেখলি? ব্যাটা আর ঘুরছে না! হেঁটে হেঁটে গেলো!
ব্যাটম্যান: তা এ ব্যাটাও তো উড়ছে না!
সুপারম্যান: আমারও কী আর হাঁটতে ইচ্ছে...কিন্তু যখন তখন ট্যাক্স লাগে ভাই একটু ওড়ার পরেই! কোন এক নাকি ধনকুবেরে কিনেছিল জেট, তারপর এখন আকাশটাও প্রাইভেট!
ব্যাটম্যান: বেশ, তোকে কথা দিচ্ছি, আজ ফিরে গিয়েই আমি আকাশটাও কিনে নিচ্ছি। তারপর যেখানে খুশি ওড়!
সুপারম্যান: শাব্বাশ মেরে লাল! চ শক্তিমানকে চমকে দিই!
ব্যাটম্যান: আমরা স্টেজে জোকটা বলে, কারিয়াকর্তা চমকে দিই!
সুপারম্যান: অবাক হয়ে বলবে তখন, ও দাদাগো পায়ে ধরি হে...
ব্যাটম্যান: আমরাও তখন পাল্টা বলব, ইয়াহা হামারি পাওয়ারি হো রাহি হ্যায়!