নরেন্দ্র মোদী মুখ্যমন্ত্রী হয়েই গুজরাটে ব্যক্তিগত তথ্য সংবলিত চিপ-কার্ড তৈরি করেন। তার অব্যবহিত পরেই কুখ্যাত ‘গুজরাট দাঙ্গা’।মুসলমানদের বাড়িগুলো চিহ্নিত করা হয়েছিল তালিকা মিলিয়ে ঢ্যাঁড়া দিয়ে। সেই রকম কোনও উপকরণ নয় তো ‘আধার’? প্রশ্ন তুলেছেন সুমন সেনগুপ্ত।
by সুমন সেনগুপ্ত | 01 May, 2019 | 5884 | Tags : হলেরিথ আধার হিটলার