এমন সময় ভারি বুটের আওয়াজ পাওয়া গেল হাজারদুয়ারী চত্বরে। লোকজন ছুটে পালাতে লাগল। পুলিশ দেখলে নিরীহ সাধারণ মানুষও দৌড়ে পালায়। দোকানপাটের ঝাঁপ পড়তে লাগল একের পর এক। রাকিব-উলকে হামিদ আলি বললেন, তুই এখন বাজারের মধ্য দিয়ে সাইকেল চালিয়ে বাড়ি যাস না। আমাদের কেল্লায় চল। খোঁজখবর নিয়ে তার পর বেরোবি!