সহজ জিনিসটা দেখতে হবে একেবারে সহজ ভাবে: কোন নিয়মে কার, কতটা সুখ, কতটা অসুখ। দেখতে হবে, কতটা ছাড়লে কতটা প্রাপ্য, কোন রোগের ঝুঁকিতে কতটা বিপদ, রোগের চেয়ে প্রতিষেধক আর নিরাময়ের যন্ত্রণা বেশি কিনা। জ্যাকবির শিক্ষা মাথায় রেখে, বীজগণিতের নিয়ম মেনে, উলটোদিক থেকে অঙ্ক না-কষলে জনস্বাস্থ্যের নীতি আর কৌশল তৈরি করা যাবে না। কোভিড এবং তার প্রতিষেধক নিয়ে লিখলেন স্থবির দাশগুপ্ত।
by স্থবির দাশগুপ্ত | 02 February, 2022 | 3145 | Tags : covid Vaccine Big pharma profits