আজ গুরুচাঁদ ঠাকু্রের জন্মদিন, পশ্চিমবঙ্গ সরকার ছুটি ঘোষণা করেছেন, কিন্তু আমরা কি জানি এই মানুষটিকে? বাঙালী মধ্যবিত্ত কি কখনো চেষ্টা করেছে তাঁকে জানতে? গুরুচাঁদ ঠাকু্রের রাজনৈতিক দর্শন আজ আমাদের দেশে কতখানি বাস্তবসম্মত, সময়োপযোগী ও হিতকর তা সমাজের সর্বস্তরের মানুষকে ভাববার অনুরোধ জানাই। বর্তমানে গুরুচাঁদ ঠাকুরের রাজনৈতিক দর্শন বাস্তবায়িত করতে হলে যে আত্মশক্তি ও সংঘবদ্ধ শক্তির প্রয়োজন আমরা তা অর্জন করতে পেরেছি কি? যদি না পেরে থাকি, তাহলে সেই আত্মশক্তি ও সংঘবদ্ধ শক্তির জায়গা তৈরী না করে রাজা হবার স্বপ্ন দেখা শুধু হাস্যকর নয়, একখানি বড় প্রশ্ন চিহ্নেরও জন্ম দেয় বইকি। জয় গুরুচাঁদ। জয় মানবতাবাদ।
by বরুণ ভক্ত | 09 April, 2021 | 2297 | Tags : political philosophy of Guruchand Thakur Humanity