প্লেগ এবং আজকের করোনা নিয়ে একটা ভাবনা, অথচ কি মিল। আজকের সময়ে দাঁড়িয়ে এই ঘটনার দিকে ফিরে দেখতে গেলে হাসির উদ্রেক হয় না, বরং মিল পাওয়া যায়। সেই সময় কলকাতায় যা যা হয়েছে, আজকেও তাই তাই হচ্ছে। সত্যি কথা বলতে আমরা সকলেই অপেক্ষায় আছি করোনার অনীহার।
by অনির্বান মাইতি: | 02 April, 2020 | 2338 | Tags : corona plague