সত্যজিৎ রায় যেভাবে ধার্মিকতা ও নাস্তিক্যের সমাজতত্ত্বটিকে এই বিভিন্ন টাইপের চরিত্রগুলির মধ্যে নাটকীয় টানাপোড়েন ও সংলাপের মধ্যে দিয়ে প্রকাশ করেন তা বিশ্লেষণ করলে বর্তমান মধ্যবিত্ত সমাজে বিশ্বাস-অবিশ্বাসের দ্বন্দ্বটির একটি আভাস মেলে। 'মহাপুরুষ' ছবি নিয়ে একটি লেখা যা আজকের সময়ে অত্যন্ত প্রাসঙ্গিক। ছবিটির লিঙ্ক নীচে থাকলো।
by মানস ঘোষ | 14 August, 2020 | 3307 | Tags : satyajit ray mahapurush religion cinema