কলকাতার রাস্তায় দেশের প্রথম ‘প্রাইড ওয়াক’ তার বেশ কয়েক বছর আগেই চালু হয়ে গেছে। কিন্তু আমরা সকলেই তখনও একাগ্রচিত্তে হোমোফোবিক ছিলাম। ‘সমকামী’ ডাককে অপমান ভাবার মধ্যে যে ভাষার হিংস্রতা ও মূল্যবোধের হীনমন্যতা লুকিয়ে আছে, তাকে চিহ্নিত করার মতন মনন তৈরি হয়নি। কিন্তু আজকে কি হয়েছে? এই প্রশ্ন করার কি সময় হয়নি?
by পিয়া চক্রবর্তী | 29 September, 2022 | 1805 | Tags : lesbianism Homosexuality Pride walk