করোনা সংস্কৃতিতে ব্যক্তি একা ও নিঃসঙ্গ হয়ে গেছে বলেই কোম্পানি-দৈত্যরা তাদের তীব্র রূপ ধারণ করতে পেরেছে। শুধু স্বাস্থ্য পরিষেবার দিক তাকালে দেখা যাবে কলকাতা শহরে বাইপাসের ধারে যে হসপিটাল সমূহ এত দিন বিত্তবানদের সুচিকিৎসার পাশাপাশি বিল-ছলনাতেও তৎপর ছিল, তারা এখন নতুন করে শুরু করেছে করোনা-টেস্ট, আচ্ছাদনী ও পিপিই কিটের ব্যবসা।
by সাত্যকি হালদার | 01 July, 2020 | 1823 | Tags : corona profit layoff