ভারতে জনস্বাস্থ্যের অপ্রতুল ব্যবস্থাপনার পরিস্থিতিতে কেন্দ্র ও আর সব রাজ্য সরকারগুলির উচিত ছিল যুদ্ধকালীন তৎপরতায় ও সংবেদনশীল দৃষ্টিভঙ্গি নিয়ে মানুষের কাছে পৌঁছনো, মানুষকে সঙ্গে নিয়ে এগোনো। লকডাউন সেখানে অপৎকালীন ব্যবস্থাপনা হতে পারত। তা হ’লে হয়তো আর্থিক ও মানবসম্পদের ক্ষতি অনেকটা এড়ানো যেত। এদিকে না হেঁটে লকডাউনকেই সর্বরোগহর দাওয়াই বাতলে যান্ত্রিকভাবে প্রয়োগ করা হ’ল
by মনসুর মণ্ডল | 27 June, 2020 | 1689 | Tags : lockdown kerala carrom