চিকিৎসক এবং চিকিৎসা সম্পর্কে উৎসাহী যাঁরা, তাঁদের শিখতে হবে কীভাবে জার্নালে প্রকাশিত রচনাগুলো অধ্যয়ন করতে হয়, কোথায় তার অপূর্ণতা। সেখানে স্বার্থের সংঘাত আছে কিনা বা থাকা সম্ভব কিনা তা খতিয়ে দেখতে হবে, কেবল রচনাকারের বয়ানের উপর ভরসা রাখিলে চলবে না। এই অভ্যাস যদি আমরা করতে না-পারি তবে ওষুধ এবং ব্যবহারযোগ্য ডাক্তারি যন্ত্রপাতি নিয়ে স্বার্থান্বেষী মহলের প্রচারে কেবল বিভ্রান্তই হতে হবে।
by ডা. অমিতাভ ব্যানার্জি | 16 February, 2023 | 1062 | Tags : Medical journals pharmaceutical industry drug companies