মে মাসের আঠাশ তারিখ, অর্থাৎ ২৮/০৫ তারিখটি প্রতিবছর ইদানীং পালন করা হয়, বিশ্ব ঋতুস্রাব স্বাস্থ্য সচেতনতা দিবস হিসেবে। সাধারণত মেয়েদের বয়ঃসন্ধির পরিবর্তন শুরু হয় দশ থেকে এগারো বছরের মধ্যে। একটি ছেলের শরীরেও বয়ঃসন্ধিকালে নানা বদল ঘটে- কণ্ঠস্বরের পরিবর্তন, দাঁড়ি গোঁফ ওঠা, বীর্যপাত। কিন্তু যে অস্পৃশ্যতা, শুচিবায়ুতা, লোক-লজ্জা ও বিধিনিষেধ মেয়েদের ঋতুস্রাবের জন্য বরাদ্দ,তার সঙ্গে কিছুই তুলনীয় নয়। এই বিষয় নিয়ে একটি জরুরী লেখা।
by শতাব্দী দাশ | 28 May, 2022 | 4108 | Tags : Taboo World Menstruation Day Sanitary Napkin