গণতন্ত্র ও সামাজিক সাম্য প্রতিষ্ঠার আন্দোলন গড়ে তোলার জন্য পরিকল্পিত উপায়ে সামাজিক মাধ্যমকে ব্যবহার করা যেতে পারে। কিন্তু মতাদর্শিক প্রচার, জনগণের সমস্যা, জনগণকে সংগঠিত করা এবং সমস্যা সমাধানের বিচার বিশ্লেষণের বাইরে গিয়ে ব্যক্তিগত আলাপচারিতায় ও প্রদর্শনবাদিতায় মগ্ন হয়ে পড়া প্রগতিশীল রাজনৈতিক কর্মীদের কাজ হতে পারে না।
by শোভনলাল চক্রবর্তী | 22 December, 2022 | 991 | Tags : Social Media Surveillance Capitalism