ব্রাজিলের রাজনৈতিক পরিমন্ডলে রাষ্ট্রপতি লুলার নেতৃত্বে কমিউনিস্ট দল ক্ষমতায় এসেছে কিন্তু কাতার বিশ্বকাপে ব্রাজিলের ফুটবল আগুন কিন্তু ঝলসে উঠছে লাল-জার্সির বিরুদ্ধেই। সার্বিয়া, সুইটজারল্যান্ড (১৯৫০ সালে ব্রাজিল বিশ্বকাপে প্রথম সাক্ষতের ৭২ বছর পর কাতারেই প্রথম ব্রাজিল সুইটজারল্যান্ডকে হারালো) এবং দক্ষিণ কোরিয়া তিনটি দলই ব্রাজিলের বিরুদ্ধে খেলে লাল জার্সি পরে এবং ব্রাজিল এই তিনটি দলের বিরুদ্ধে খেলেছে তাদের হলুদ চিরাচরিত ঐতিহ্যশালী হলুদ জার্সি খেলে।
by দেবাশিস মজুমদার | 06 December, 2022 | 912 | Tags : Qatar World Cup Brazi; Croatia Sunset