ভারতের স্বাধীনতা সংগ্রামের অক্ষ ছিল হিন্দু মুসলিম সম্পর্ক, যার আবার রাজনৈতিক বহিঃপ্রকাশ ছিল স্বাধীন ভারতে কেন্দ্রীয় সরকার তুলনায় শক্তিশালী হবে নাকি রাজ্য (আঞ্চলিক) সরকার। হিন্দু মহাসভা, আরএসএস চিরকাল ছিল কেন্দ্রীভূত শাসনের পক্ষের শক্তি। তারা ছিল রাজনৈতিক সংরক্ষণের চূড়ান্ত বিরোধী। সেই জন্যেই স্বশাসিত রাজ্যের দাবি, রাজ্যপাল পদ বিলোপের দাবি তাঁরা কোনোদিন করেনি।
by বর্ণালী মুখার্জী | 12 August, 2024 | 628 | Tags : Governor States Federalism