যখন চন্দ্রায়ন ছাড়ার সময়ে, দেশের বিজ্ঞানীরা তিরুপতির মন্দিরে গিয়ে বা এক ভন্ড বাবা, সদগুরুর পায়ে নিজেদের সমর্পণ করেন, তখন মনে হয়, সমর বাগচীর মতো মানুষদের আরও প্রয়োজন ছিল এই সময়ে। যখন আজকের সময়ে পরিবেশ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় হয়ে উঠেছে, তখন তাঁর ফোনের হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস দিয়েই তাঁকে শ্রদ্ধা জানাতে হয় সদা হাস্যময় এই মানুষটিকে। Climate Justice - Act Now, Right Now!
by অসিত রায় | 31 July, 2023 | 1079 | Tags : Samar Bagchi Climate Justice Environmental Activist Science Activist