বাংলাদেশে যে কোটা সংস্কারের আন্দোলন চলছে সে সম্পর্কে বহু পশ্চিমবঙ্গের মানুষের স্বচ্ছ ধারণা নেই। অনেকেই ভাবছেন সমস্ত কোটাই তুলে দেওয়ার পক্ষে আন্দোলন করছে ছাত্ররা। ব্যাপারটা কিন্তু আদৌ তা না। ছাত্ররা কোটা সংস্কারের কথা বলছেন। এবং যে কোটা সংস্কারের কথা বলছেন তা হল মুক্তিযোদ্ধার পরিবারদের জন্য যে ৩০ শতাংশ কোটা আছে সেটা সংস্কারের জন্য আন্দোলন করছে ছাত্ররা আর সেই লড়াইতে, শেষ পাওয়া খবর অনুযায়ী প্রায় পঞ্চাশজন ছাত্র শহীদ হয়েছেন।
by নজরুল আহমেদ জমাদার | 19 July, 2024 | 1319 | Tags : Bangladesh Quota Movement Sheikh Hasina Rservation