কুম্ভ মেলার মত একটি জনপ্রিয় উৎসবকে শুধুই রাজনৈতিক কারণে এবং ক্রমাগত মিথ্যা সাফল্যের গল্প প্রচারের পাশাপাশি উগ্রহিন্দুত্ববাদি উস্কানি হিসাবেও ব্যবহার করা হচ্ছে। নাগরিকদের আবেগের সম্মান, জনকল্যাণের কিংবা জনমানসের ভালো থাকার রাজনৈতিক সদিচ্ছার বিপরীতে ভারতের পবিত্র নদী গঙ্গা, শিপ্রা এবং গোদাবরীর মতো নদী গুলি সরকারী উদ্যোগে ধর্মীয় দাপট আর দুর্নীতির সফল সাক্ষ্য বহন করছে।
by সংগ্রাম মন্ডল | 18 January, 2025 | 383 | Tags : Mahakumbh 2025 River Pollution Namami Gangey