ছোটবেলার রথ বলতে সন্ধেবেলায় রথ সাজিয়ে, কাসর ঘণ্টা বাজিয়ে দোরে দোরে যাওয়া ও পাড়া ঘোরা। পাঠ্যসূচির বাইরে, টিউশন জগতের ঘেরাটোপে জানা - শেখা নয়। আবেগ অত্যন্ত ঘন, উদ্দামতায় এক চিলতে যেন ঘাটতি নেই। ঝটপট রথ কিনে, বিকেলের মধ্যে সমাদরে সাজানো আর পথসাথী জোগাড় করে পথে নেমে পড়া। রথ গেছে কিছুদিন হলো, ছোটবেলার রথের সেই স্মৃতি নিয়ে আখ্যান লিখলেন কৌশিক সেন।
by কৌশিক সেন | 27 July, 2024 | 504 | Tags : RathYatra Memories Mahesh Rath