ফিস্ট আদরে ই-কারান্ত হয়ে ফিস্টি। বাঙালি ঘরে সব বাচ্চারই একখানা ডাক নাম থাকে। বুড়ো হয়ে গেলেও থাকে। খাতা কলমের নামের থেকে তার গুরুত্ব চিরকালই অনেক বেশি। ফিস্টের বেলায় তা হবে না কেন। ফিস্ট গ্রাহকের, বয়স এবং পছন্দ অনুযায়ী ফিস্টির বেশ কিছু গ্রেড থাকত। মেনুতেও তেমনি গ্রেড। মাংসভাত/মুরগী ভাত/ডিমভাত/খিচুড়ি-আলুভাজা/। এগুলোকে ফিস্টির মেনু ভাবার কোনও কারণ নেই, এগুলোই ফিস্টির গ্রেড।
by বাসবদত্তা কদম | 01 January, 2022 | 2570 | Tags : Feast Picnic