হিন্দু জনসংখ্যার ৬৪% মনে করে ' প্রকৃত ' ভারতীয় হতে গেলে ধার্মিক হিন্দু হওয়া বাধ্যতামূলক। প্রত্যেক পাঁচজন মুসলমানের মধ্যে একজন ব্যক্তির ধর্মের ভিত্তিতে লাঞ্ছনা ও অপমানের অভিজ্ঞতা হয়ে চলেছে। এই সেই ভারত যে দেশ ৭৫ বছর ধরে ধর্মনিরপেক্ষতা ও ঐক্যের সাধনা করেছে, আজ সে ধর্মীয় রাষ্ট্র হয়ে উঠতে চাইছে। এবং হয়ে ওঠার পথে অনেকটা সফল। বিশ্লেষণ করেছেন অত্রি ভট্টাচার্য।
by অত্রি ভট্টাচার্য | 24 July, 2021 | 2315 | Tags : Pew Research Hindu Muslims communalism