দেবাশিস আইচ। বাচ্চুদা। সারা জীবন শুধু লড়েই গেল। সেই স্কটিশ চার্চ কলেজে ফার্স্ট ইয়ারে পড়ার সময় থেকেই দেখছি। সিঙ্গল পয়েন্ট এজেন্ডা। ক্ষমতাসীনদের বিরুদ্ধে লড়াই। গণতন্ত্র চাই। সবার কথা বলার অধিকার চাই। ৩৮ বছর বাদেও কিছু বললেই তুমি বলতে, ছাড়াতো। আমি আছি। লড়ে যাবো।
by প্রসূন আচার্য | 25 June, 2024 | 954 | Tags : Debasish Aich PUCL obituary