নরেন্দ্র মোদি, অমিত শাহরা ভোটের প্রচারে কয়েক মাস ধরেই বলছেন কংগ্রেস ক্ষমতায় আসলে দেশের সমস্ত সম্পদ মুসলিমদের হাতে তুলে দেবে। এসসি, এসটি দের সংরক্ষণ মুসলিমদের হাতে তুলে দেবে। এটা অত্যন্ত মিথ্যা একটা প্রচার এবং সমাজে বিভাজন ঘটানোর একটা নোংরা রাজনীতি। নরেন্দ্র মোদীদের সেই নোংরা ও সংকীর্ণ রাজনীতির সুবিধা করে দিতেই কলকাতা হাইকোর্ট এই ওবিসি শংসাপত্র বাতিলের রায় দিয়েছে, তার বিরোধিতা করা উচিৎ ছিল সমস্ত বামপন্থীদের।
by নজরুল আহমেদ জমাদার | 24 May, 2024 | 1017 | Tags : OBC Certificate cancelled Highcourt Muslims