২০০৪ থেকে ২০২৩। মাত্র দু’দশকের মধ্যে এমন কী ঘটল যে 'চিত্রাঙ্গদার' পাহাড়ি রাজ্যটি আজ গৃহযুদ্ধে বিধ্বস্ত? তবে কি এক ভারত, এক ধর্ম, এক ভাষা চালু করার রাজনৈতিক তৎপরতা মণিপুরকে অশান্ত করে তুলেছে? মণিপুরে উপজাতি বা আদিম জনগোষ্ঠীর মধ্যে লড়াই নতুন কিছু নয়। ব্রিটিশ এদেশে আসার আগে থেকেই তা চলছে। তবে এবার তা ভিন্ন মাত্রা ধারণ করেছে। কেন মণিপুর জ্বলছে?
by প্রশান্ত ভট্টাচার্য | 06 June, 2023 | 1582 | Tags : Manipur Meitei Kuki
একদিকে কুকি-মিজো-জোমি অন্যদিকে মৈতেই সম্প্রদায়। এই দুই পাহাড়ি উপজাতিগোষ্ঠির মধ্যে জাতিবিদ্বেষ, বিজেপি আমলে হিন্দু খৃষ্টান দাঙ্গায় পর্যবসিত। হিন্দু মৈতেইদের আর খৃষ্টান কুকিদের ক্ষেপিয়ে দিয়ে একদিকে হিন্দু আধিপত্য প্রতিষ্ঠা আর কুকি-নাগাদের হাত থেকে চোরাচালানের আধিপত্য ছিনিয়ে নেবার চেষ্টা ব্যকফায়ার করেছে। এক ঢিলে দুই পাখি মারার ছক নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। মণিপুরে তথাকথিত জাতিদাঙ্গা যখন তুঙ্গে নরেন্দ্র মোদী তাঁর স্বভাবসিদ্ধ নির্লিপ্তি ও উদাসীনতার ভান এবং মৌনতা বজায় রেখে ইসরায়েলের হয়ে গলা ফাটাচ্ছেন।
by পার্থপ্রতিম মৈত্র | 11 October, 2023 | 1101 | Tags : Manipur Meitei Kuki Manipur Horror Planned Genocide