আজ সরস্বতী পুজো । পাড়ায় পাড়ায়, স্কুল কলেজে ছেলে মেয়েরা মেতে উঠছে এই পুজোয়। জটিল এই সময়ে দাঁড়িয়ে পুরোনো এক বিতর্ক মনে পড়ছে আর সরকারের বর্তমান ভূমিকায় আতঙ্কিত হচ্ছি। সময়টা ২০০১ সাল। বিজেপির নেতৃত্বে প্রথম এনডিএ সরকার দেশের ক্ষমতায়। একটা জিগির উঠলো - সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে সরস্বতী বন্দনা বাধ্যতামূলক করা হবে। সেই বিতর্ককে আবার ফিরে দেখার চেষ্টা এই লেখায়।
by দেবাশিস মিথিয়া | 14 February, 2024 | 1100 | Tags : Saraswati Pujo Mandatory