দেশের স্বার্থে গণতন্ত্র রক্ষার জন্য ২৬টি দল একজোট হয়েছে। বেশ কিছু প্রস্তাব দেওয়া হয়েছে সকলের তরফে। ইন্ডিয়া নামটিতে সকলেই মান্যতা দিয়েছেন। আগামী বৈঠক হবে মুম্বইতে। ১১ সদস্যের একটি কমিটি তৈরি করা হবে নির্বাচন সম্বন্ধিত প্রক্রিয়ার জন্য। যদি এই বোঝাপড়া চালিয়ে যাওয়া যায়, তাহলে আশার আলো দেখা যায় বই কি!
by শোভনলাল চক্রবর্তী | 25 July, 2023 | 929 | Tags : Losabha Elections 2024 INDIA NDA