মাতৃভাষার উপর অন্য ভাষা জোর করে চাপিয়ে দেওয়ার নাম আধিপত্যবাদ। আবার উপার্জনের ভাষা, জীবিকার ভাষা অর্জন না করলে অস্তিত্বের সঙ্কট দেখা দেয়। তবে কি মাতৃভাষা ব্রাত্য থেকে যাবে? কোন আবর্তে পড়ে এমন ঘটতেই থাকে?
by নবনীতা মুখোপাধ্যায়। | 06 August, 2019 | 2498 | Tags : Language suicide depression