উত্তর প্রদেশের একটি স্কুলে, এক শিক্ষিকা, এক মুসলমান ছাত্রকে দাঁড় করিয়ে, তাঁর অন্য হিন্দু ছাত্রদের ডেকে, সেই মুসলমান ছাত্রকে চড় মারতে বললেন, একে একে এসে সেই কাজটি করল হিন্দু ছাত্ররা, এই দৃশ্য দেখে চমকে উঠেছে সারা বিশ্ব। আসলে পরের প্রজন্মের মধ্যেও ঘৃণা বিদ্বেষ প্রবেশ করাতে চাইছে কিছু মানুষ, কিন্তু তাঁদের কাছে কি এই তথ্য আছে, আজকের ভারতের চন্দ্রযানের সাফল্যের পিছনেও বহু মুসলমান তরুণ আছেন? এই বৈচিত্রের ভারতকে শেষমেষ শিক্ষায় কখনোই শিক্ষিত করা যাবে না।
by সুমিত দাস | 26 August, 2023 | 1973 | Tags : Jamia Chandrayan3 CAA Muslim scientists