টিকাদানকে জাতীয় কর্মসূচির মধ্যে রাখতে গেলে আগে ভাবতে হয়, কোন দেশের কোথায়, কতটা, কী দরকার; অর্থাৎ জনস্বাস্থ্যের দাবিটা কোথায় কেমন? টিকাদানের বড় বড় সাফল্যের সঙ্গে সঙ্গে বড় বড় ব্যর্থতাও আছে, বিশেষ করে আমাদের মতো উন্নয়নশীল দেশগুলোতে। টিকা দেওয়া হয় সুস্থ লোকজনকে; তাই টিকার কুফল নিয়ে ভাবাটা জরুরি, সে যত কমই হোক না-কেন।
by ডা: অমিতাভ ব্যানার্জি | 26 January, 2022 | 2493 | Tags : Covid 19 Vaccine Public Health Immunity Bill Gates