কে কী খাবে, কী পরবে, তা ঠিক করে দেবার এরা কারা? কেনই বা এমন আইন হবে দেশের নানা রাজ্যে যেখানে দলিত, শূদ্র, মুসলমান নিপীড়িত হয়? এইসব আইন বাতিল করার আওয়াজ তোলার সময় কবে হবে? আজ যখন পশ্চিমবঙ্গে আমরা এক ভয়ঙ্কর ধর্ষণ, খুন এবং দুর্নীতি নিয়ে সোচ্চার হয়েছি, পথে নেমেছি, আজ কেন আমরা সাবিরের জন্যও বিচার চাইব না?
by শুদ্ধসত্ত্ব ঘোষ | 06 September, 2024 | 753 | Tags : Haryana Sabir Malik Cow Vigilants Justice for Sabir