আগস্ট পেরিয়ে সেপ্টেম্বর, ‘জাস্টিস ফর আর জি কর’ স্লোগানে উত্তাল বাংলায় এখনো বিচার পায়নি মেয়েটি। রাজ্য প্রশাসন থেকে সিবিআই তদন্ত করে কে বা কারা আসল অপরাধী আজও সনাক্ত করে আদালতে পেশ করতে পারলো না, আর ওদিকে বিষয়টাকে আরো গুলিয়ে দিতে রাজ্যের মুখ্যমন্ত্রী নিজেই অপরাধীর ফাঁসি চাই বলে রাস্তায় নেমে পড়লেন, কিন্তু তা করে কি এই সমস্যার সমাধান হবে?
by মিতালি বিশ্বাস | 02 September, 2024 | 725 | Tags : Hanging Rape RGKar