দেশ জুড়ে জয় শ্রী রাম স্লোগান তোলা মানুষ ভোট দিতে ঘর থেকে বেরোননি। তারা টের পেয়েছেন মোদী রাম নয়, এই যুগের রাবণ। যে সাধু বেশে, ভোট ভিক্ষা করতে এসেছে সীতাদের কাছে। ফলে এই ভোটে মহিলা পুরুষ নির্বিশেষে লক্ষণের গণ্ডি কেউ লংঘন করতে রাজি নয়। রাজ্যে রাজ্যে বিজেপি বিরোধী দলগুলো যে গণ্ডি কেটে দিয়েছে।
by বর্ণালী মুখার্জী | 24 May, 2024 | 1036 | Tags : Narendra Modi God