বাংলাদেশের সংখ্যাগুরু মৌলবাদ আর আমার ভারতের সংখ্যাগুরু হিন্দুত্ববাদের দর্শন নিয়ে যতই আলোচনা থাক সব আলোচনা এসে থামে সমানাধিকার ও গণতান্ত্রিক পরিসরের প্রশ্নে। উভয় দেশেই সার্বিক ক্ষতির মুখে পড়ে ও পড়েছে শ্রমজীবী মানুষ। দুদেশের সম্পর্ক,বানিজ্যিক আদান প্রদান ও সহমর্মিতা যত দ্রুত মেরামত হবে ততই মঙ্গল।
by অশোক অধিকারী | 06 December, 2024 | 458 | Tags : Bangladesh Fundamentalism