মনে রাখা দরকার আজ অবধি বোফর্সের দুর্নীতির কিনারা হয়নি, কিন্তু সেই শ্লোগান, “গলি গলি মে শোর হায় রাজীব গান্ধি চোর হায়” তাতে ভুল প্রমাণিত হয়নি। আজও তেমনি আদানি মোদি আঁতাত ও আদানির দুর্নীতির বিরুদ্ধে ওঠা শ্লোগান কোনোভাবেই ভুল বলে গণ্য হবে না কারণ আদানি গোষ্ঠীর শেয়ার মূল্যে যে কারচুপি হিন্ডেনবার্গ রিপোর্ট সামনে নিয়ে এসেছে তা সমস্ত আইন, হিসাবশাস্ত্র ও শেয়ার বাজারের মাপকাঠিতে সর্বৈব সঠিক।
by অমিত দাশগুপ্ত | 13 February, 2023 | 1266 | Tags : Adani FPO Hindenberg Report Fraud