গুজরাট নির্বাচনের প্রচারে গিয়ে কৌতুকাভিনেতা পরেশ রাওয়াল বলেন তাঁর পাশে যদি কোনও বাঙালী প্রতিবেশী মাছ রান্না করে, তাহলে তাঁর ঘেন্না করে, পরে তা নিয়ে বিতর্ক হওয়ার ফলে, উনি বলেন যে উনি অনুপ্রবেশকারী বাংলাদেশী এবং রোহিঙ্গাদের কথা বলতে চেয়েছিলেন, তাঁর বাঙালীদের অপমান করার কোনও উদ্দেশ্য ছিল না, কিন্তু তাতে বিতর্ক আরও বেড়েছে। এই প্রসঙ্গে বাঙালীর মাছ খাওয়া এবং তার রকমফের নিয়ে একটি অন্য আলোচনা থাকলো।
by সুপ্রতিম কর্মকার | 05 December, 2022 | 1844 | Tags : Paresh Rawal Fish Bengali