শেষ কয়েকবছরে রাম নবমী, হনুমান জয়ন্তী, গনেশ চতুর্থী, গরবা সহ প্রায় সমস্ত উৎসবে একটাই চিত্র। নিজেদের মন্দিরের বদলে মসজিদের সামনে, জমায়েত হয়ে, মুসলমানদের বিরুদ্ধে বিষোদ্গার করা। মুর্শিদাবাদের মতো জেলায় রাখি বন্ধনের মতো উৎসবে অবধি বজরঙ দল অস্ত্র সহ মিছিল করেছে গত বছর। এই ছবিগুলো কিসের ইঙ্গিত?
by মানসারুল হক | 30 March, 2023 | 1401 | Tags : Hatred Against Muslims Communalism Festivals