তথ্যকে ভয় পাওয়া রাষ্ট্র, সাংবাদিককে ভয় পাওয়াতে চায়। চলছে নানা প্রকার হেনস্তা, পুলিশি হয়রানি। সামনের কঠিন নির্বাচন আসলে ফ্যাসিজম বনাম সাংবাদিকতারও লড়াই। সদ্য, বিজেপি-ঘনিষ্ট প্যানেলকে গোহারান হারিয়ে প্রেসক্লাব অফ ইন্ডিয়ায় কমিটি গঠন করেছেন স্বাধীনচেতা সাংবাদিকরা। কমিটির প্রেসিডেন্টের দায়িত্ব পেলেন বর্ষীয়ান সাংবাদিক গৌতম লাহিড়ী।
by সুমিত দাস | 13 October, 2023 | 1150 | Tags : Fascism vs Journalism newsclick raids Press club of India