মানবসভ্যতার ইতিহাসে কয়লা ও আকরিক লোহা এই দুই একসাথে ব্যবহারের প্রসঙ্গ আসলেই নাম আসে স্পঞ্জ আয়রনের। লোহাকে যদি না গলিয়ে সরাসরি বেশি তাপমাত্রাতে কয়লা বা প্রাকৃতিক গ্যাস দিয়ে বিজারিত কর হয়, তাহলে তার খাদ বেরিয়ে যায় এবং পৃষ্ঠতলটা দেখতে খানিকটা স্পঞ্জের মত ছিদ্রযুক্ত হয়। একেই বলে স্পঞ্জ আয়রন, কিন্তু আমরা কি জানি, এর কারণে কী পরিমাণ পরিবেশ দূষণ হচ্ছে বা হয়?
by সৌপর্ণ চক্রবর্তী | 19 February, 2025 | 406 | Tags : Environment Pollution Sponge Iron Factory West Bengal