যদি ভারতে বামপন্থীরা সব ছেড়ে শুধু পরিবেশ আন্দোলনে গুরুত্ব আরোপ করতো, তাহলে এই আন্দোলনে আদিবাসী মূলবাসী মানুষের অধিকার রক্ষা, জল জমি জঙ্গল রক্ষা, অনিয়ন্ত্রিতভাবে পরমাণু গবেষণা, মহাকাশ গবেষণা, বিদ্যুতের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধ করে বিদ্যুতের উদ্বৃত্ত সৃষ্টি করা, এর মাধ্যমে নতুন নতুন বিদ্যুৎ উৎপাদন নিয়ন্ত্রণ করা । এগুলোর বিরুদ্ধে বামপন্থীরা একটা আন্দোলনের মধ্য দিয়ে প্রকৃত অর্থে সমগ্র মানবতার পক্ষে একটা গণ-আন্দোলনের জন্ম দিতে পারে।
by মালবিকা মিত্র | 25 July, 2024 | 958 | Tags : Left Movement Environment Movement