ফ্রান্স ও ইংল্যান্ড এই দুটি দলই কাতার বিশ্বকাপে দলবদ্ধ ও ব্যক্তিগত প্রতিভায় সমুজ্জ্বল। পাশাপাশি এই দুই দেশের দীর্ঘ প্রতিদ্বন্দ্বিতার ইতিহাস তো আছেই। তাই কোয়ার্টার ফাইনালে যে কেউ কাউকে জমি ছেড়ে দেবে না তা বলাই বাহুল্য। তীব্র প্রতিদ্বন্দ্বিতার মধ্যে ব্রিটনির কোন দেশ সেমিফাইনালে অগ্রবর্তী হয় আর কোন দেশকে খালি হাতে দেশে ফিরে যেতে হয় তা ১০ ডিসেম্বর তারিখে আল-খোর শহরেই নির্ধারিত হবে।
by দেবাশিস মজুমদার | 05 December, 2022 | 900 | Tags : England France Qatar world cup