হিমাচল, উত্তরাখণ্ড হয়ে কেরল ছাড়িয়ে সিকিম সহ ভারতের পার্বত্য অঞ্চলে এসবই এখন নিউ নরম্যাল। সব এক্সট্রিমগুলো ঘন ঘন ঘটছে একই সাথে, একই বা ভিন্ন অঞ্চলে। প্রশ্ন উঠছে বড় বাঁধের অযৌক্তিকতা ও বিপর্যয় ক্ষমতা নিয়ে। তিস্তার ওপর একাধিক বাঁধ তৈরি ও নদী দখল করার জন্য তিস্তার গতিপথই বদলে গেছে। সিকিম যাওয়ার পথে বারবার বিপর্যয় নেমে আসছে। কিন্তু কী করণীয়, তা নিয়ে আমরা এতোটুকুও চিন্তিত ?
by সন্তোষ সেন | 05 August, 2024 | 878 | Tags : Environment Waynad Uttarakhand Sikkim Ecological Balance