পলাশ আর সফিকুল, দুটি আট বছরের বন্ধুর বড় হয়ে ওঠার দৈনন্দিন কিছু ছবি নিয়ে গল্প। দুটি পরিবার, একটি হিন্দু অপরটি মুসলমান, আক্ষরিক অর্থেই পাশাপাশি বাস। একটি উঠোন, মাঝে দরমার বেড়া দেওয়া পাঁচিল। একদিকের উঠোনে যখন পলাশের মা, ঝাড়ু দেন, পাশের উঠোনে তখন সফিকুলের দিদিও একই কাজ করে। গল্প এগিয়ে চলে এইভাবে। পলাশ আর সফিকুলের ছোট চোখ দিয়ে বড়দের চোখ খুলে দেন পরিচালক।
by সুমন সেনগুপ্ত | 15 November, 2022 | 1653 | Tags : Communalism Bengal Cinema Dostjee Babri Masjid